জন্মলগ্নে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন নবনীতা। পিতৃকুলের দেব, শ্বশ্রুকুলের সেন। নবনীতা দেবসেন। জন্ম: ১৯৩৮, ‘ভালো-বাসা’ বাড়িতে, দক্ষিণ কলকাতায়। বারো বছর বয়সে ইওরোপ ভ্রমণ, পিতা নরেন্দ্র দেব ও মা রাধারানী দেবীর সঙ্গে। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে বি. এ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে এম. এ। প্রথম শ্রেণীতে প্রথম। পরের বছরই অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ। হার্ভার্ডে ডিস্টিংশন নিয়ে এম. এ। ইন্ডিয়ানার পি-এইচ. ডি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক। নেশা ছিল বই, রেকর্ড ও যথেচ্ছ ভ্রমণ। প্রথম কাব্যগ্রন্থ: ‘প্রথম প্রত্যয়’ (১৯৫৯), প্রথম উপন্যাস ‘আমি অনুপম’ ১৯৭৬-এ শারদীয় আনন্দবাজারে। এ-ছাড়াও বহু গ্রন্থ। গল্পের, প্রবন্ধের, ভ্রমণকাহিনীর, কিশোর সাহিত্যের। ‘নটী নবনীতা’ প্রথম রম্য-রচনা সংগ্রহ। প্রয়াণ ৭ নভেম্বর ২০১৯।