রাহুল গুহ ঠাকুরতা জন্ম ৪ঠা সেপ্টেম্বর, ১৯৬৫ সালে, উত্তরবঙ্গের গঙ্গারাম চা বাগানে। স্কুল ও কলেজ জীবন কেটেছে শিলিগুড়ি শহরে। তারপর স্হানীয় এক দৈনিক সংবাদপত্রে ক্রাইম রিপোর্টার ও বিশেষ সংবাদদাতা হিসেবে বছর তিনেকের কর্মজীবন। তখন থেকেই টুকটাক লেখালেখি শুরু, মূলতঃ কবিতা লিখতেন।
অতঃপর চা বাগানে চাকরি নিয়ে আজীবন বাগিচা নিবাসী। বর্তমানে সহকারী ম্যানেজার পদে কর্মরত।
তাঁর শ্বাস-প্রশ্বাসে ও কলমের প্রতিটা আঁচড়ে জড়িয়ে থাকে উত্তরবঙ্গের উদাত্ত প্রকৃতি। বর্তমানে গল্প, প্রবন্ধ লিখে থাকেন, কবিতাও সামান্য কিছু। বহু সঙ্কলন ও পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। বিশেষতঃ ভৌতিক অলৌকিক ও কল্পবিজ্ঞান কাহিনীতে সিদ্ধহস্ত। তবে সামাজিক গল্পেও সাবলীল।