সৈয়দ অনির্বাণের জন্ম তাঁর মামাবাড়ি মুন্সিগঞ্জে, ১৯৯০ সালের ৭ই অক্টোবর। জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে ঢাকায়, তবে মাঝে কয়েক বছর প্রবাস-যাপনের অভিজ্ঞতাও অর্জন করেছেন। পৈতৃক নিবাস বরিশালে কদাচই যাওয়া হয়েছে। অন্যতম প্রিয় শখ - বই পড়া। পড়া থেকেই জন্ম নিয়েছে লেখার ইচ্ছে এবং তারই ফলশ্রুতিতে লেখালেখির শুরু। শেষ কোথায়, তা সময়ই বলবে। ইতিমধ্যে আরবান ফ্যান্টাসি এবং ডার্ক ইয়াং অ্যাডাল্ট হরর ঘরানায় কাজ করেছেন।পূর্বপ্রকাশিত একক গ্রন্থসমূহ - 'দগ্ধ সেলুন', 'যকৃৎ', 'নিকষ' ইত্যাদি।