দময়ন্তী দাশগুপ্তের জন্ম ১৯৭৩, শৈশব ও কৈশোর কেটেছে বাংলা-বিহার সীমান্ত শহর রূপনারায়ণপুরে। কলেজজীবন থেকে কলকাতার বাসিন্দা। প্রাণীবিদ্যায় স্নাতক ও ইংরেজিতে স্নাতকোত্তর। কর্মজীবনের শুরু ‘কালান্তর’ সংবাদপত্রের সাব-এডিটর পদে, এরপর ’স্বর্ণাক্ষর প্রকাশনী’ এবং ‘আজকাল’ প্রকাশনের বিভিন্ন সাময়িকীর সম্পাদনা বিভাগে। মুক্ত সাংবাদিকতা ‘টাইমস অব ইন্ডিয়া’-র নানান বাংলা ম্যাগাজিনে। পরবর্তীতে আন্তর্জালে প্রথম বাংলা ভ্রমণ পত্রিকা ‘আমাদের ছুটি’-র প্রতিষ্ঠাতা-সম্পাদক। পাশাপাশি গত বেশ কয়েক বছর যাবৎ মূলত উনিশ শতকের বাঙালি সমাজে নারীর অবস্থান বিষয়ক স্বাধীন গবেষণায় রত। প্রকাশিত ও সম্পাদিত গ্রন্থ: ‘অবলা বসুর ভ্রমণকথা’; ‘আমাদিগের ভ্রমণবৃত্তান্ত— ঊনবিংশ শতাব্দীর বঙ্গমহিলাদের ভ্রমণকথা’ (৪ খণ্ড); ‘বনবাসিনীর পত্র’ ও ‘বিলাতের পত্র’ (‘একদা ভ্রমণে’ পুস্তিকামালা) ইত্যাদি। অগ্রন্থিত বহু গল্প, কবিতা, প্রবন্ধ নানান মুদ্রিত ও আন্তর্জাল পত্রিকার পাতায় ছড়িয়ে আছে।