রণজিৎ গুহ-র জন্ম ২৩ মে ১৯২৩। তৎকালীন পূর্ববঙ্গের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই মার্কসবাদে দীক্ষিত। সদস্য হন কমিউনিস্ট পার্টির। কমিউনিস্ট পার্টিতে ছ’বছর সারাক্ষণের কর্মী হিসেবে কাজ করার পর ১৯৫৩-এ বিদ্যাচর্চায় সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। বিদ্যাসাগর ও মৌলানা আজাদ কলেজে শিক্ষকতার পর যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৬ সালে পার্টির সদস্যপদে ইস্তফা দেন হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণের ঘটনা মেনে নিতে না পেরে। ১৯৫৯-এ ইংল্যান্ড-এ যান এবং ইউনিভার্সিটি অফ সাসেক্স-এ ইতিহাস বিভাগের রিডার হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে যোগ দেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে। নিম্নবর্গের ইতিহাস-গবেষণা চর্চার অন্যতম পথিকৃৎ। তাঁর Elementary Aspects of Peasant Insurgency in Colonial India গ্রন্থটি বিদ্বৎসমাজে বিশেষ প্রতিষ্ঠালাভ করে। এ ছাড়াও সমবেত ভাবে তাঁর সম্পাদিত Subaltern Studies গ্রন্থরাজি নিম্নবর্গের ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাতেও বেশ কয়েকটি বিখ্যাত গ্রন্থের প্রণেতা। ইতিহাস চর্চার পাশাপাশি সমানভাবে সাহিত্যানুরাগী এবং সাহিত্য সংক্রান্ত বহু চিন্তামূলক প্রবন্ধ-গ্রন্থ রচনা করেছেন। আনন্দ পুরস্কার ২০০৯-এ সম্মানিত।