ছেলেবেলা ইস্তক অর্ধ শতাব্দী ধরে কখনও পর্যটক হিসেবে, কখনও বা অভিযাত্রী হয়ে দেশে বিদেশে পাহাড়ে, জঙ্গলে, মরুভূমিতে, সমুদ্র সৈকতে, হিমায়িত সরোবরে দুঃসাহসিক অভিযানের অংশী হয়ে ঘুরে বেড়ানো। যৌবন ভবঘুরেমিতে কেটেছে রাঢ়-বঙ্গের রাঙামাটির দেশে। ফলস্বরূপ অযোধ্যা পাহাড়ে জঙ্গলজীবী হয়ে দীর্ঘদিন থাকা। এখন পুরুলিয়ার আদিবাসী ও কমসুবিধাভোগী পরিবারের বাচ্চাদের নিয়ে স্কুল পরিচালনায় নিবেদিত প্রাণ। ভূপর্যটক হয়ে আপাতত তেষট্টিটি দেশে পদচারণা করেছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি সাহিত্যের ছাত্র। লেখালিখির বয়সে কচি। তবে এরই মধ্যে ‘আনন্দবাজার’, ‘দেশ’ ও বহু পত্র-পত্রিকার নিয়মিত লেখক। পেয়েছেন ‘ভ্রমণ আড্ডা’ পুরস্কৃত ২০২০-তে কলম সম্মান ও ২০২২ সালে সেরা ছোট গল্পের জন্য অ্যান্টনিম দ্বারা সম্মানিত শ্যামল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার।