about author- জন্ম ৮ মার্চ, ১৯৭৫। কলকাতায় জন্মালেও ছোটবেলা কেটেছে বীরভূমের কীর্ণাহারে। স্কুল কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। তারপর কলকাতায় চলে এসে সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু। কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বেরোতে শুরু করে। আনন্দবাজারে ফ্রিল্যান্সিং, বিজ্ঞাপন এজেন্সিতে ক্রিয়েটিভ বিভাগে কাজ করতে করতে ইটিভি হায়দ্রাবাদে সংবাদ বিভাগে কাজে যোগদান। সেখানে বছর তিন কাজ করার পরে কলকাতায় ফিরে আনন্দবাজারে সাংবাদিক হিসেবে কাজ শুরু। এখনও সেখানেই কর্মরত।