উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ১২ অক্টোবর ১৯০২, কলকাতায়। পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা যোগমায়া দেবী। পর্বতপ্রেমিক, অক্লান্ত পরিব্রাজক অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনিকার। মেধাবী ছাত্র। প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয়, আই এ-তে প্রথম, প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম, চারুকলা ও প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে এম এ ও পরে আইন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। প্রথম জীবনে উচ্চতম ন্যায়ালয়ের আইনজীবী হিসাবে কাজ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘ ২০ বছর। গঙ্গাবতরণ, দুধওয়া, পঞ্চকেদার, ক্যালাইডেস্কোপ, জলযাত্রা, কাবেরী কাহিনী ইত্যাদি বহু স্মরণীয় গ্রন্থের প্রণেতা।প্রয়াণ: ১২ অক্টোবর ১৯৯৭