দুলেন্দ্র ভৌমিক-এর জন্ম আগস্ট ১৯৪৪, অধুনা বাংলাদেশের ময়মনসিংহে। ১৯৪৮-এ দেশত্যাগ। স্থায়ীভাবে বসবাস চব্বিশ পরগনার রহড়ায়। কৈশোর কাটে রহড়া গ্রামে, যেটা এখন শহরে পরিণত। স্থানীয় স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতার বঙ্গবাসী কলেজের নৈশবিভাগে কিছুকাল পড়াশোনা। জীবিকা ছিল সাংবাদিকতা, একসময় ‘আনন্দলোক’ পত্রিকার সম্পাদক ছিলেন। ছোটগল্প দিয়ে লেখার হাতেখড়ি। প্রথম মুদ্রিত গল্প ‘বধ্যভূমি’। নানান লিটল ম্যাগাজিন, আনন্দবাজার, সাপ্তাহিক বসুমতী-তে বহু গল্প প্রকাশিত হয়েছে। উপন্যাসও লিখেছেন অনেক। তাছাড়া আছে নাটক, প্রবন্ধ এবং চলচ্চিত্রবিষয়ক রচনা। প্রয়াণ: ২৭ মার্চ ২০০৯।