পিনাকী ঠাকুর-এর জন্ম ২২ মার্চ ১৯৫৯। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন, স্নাতকস্তরের চুড়ান্ত পরীক্ষা দেওয়া হয়নি। বাবা অমল ঠাকুর ছিলেন বামপন্থী রাজনৈতিক কর্মী। মা শ্ৰীযুক্তা মীরা ঠাকুর। পিনাকীর কর্মজীবন শুরু প্রাইভেট টিউশন দিয়ে। কয়েক বছর ছিলেন এক কারখানার কর্মী। কর্মসূত্রে তারপর যুক্ত হন ‘দেশ’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে- এখন ‘কৃত্তিবাস’ পত্রিকায় কর্মরত। কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা কুড়ি। ইংরেজি ও কয়েকটি ভারতীয় ভাষায় তাঁর কবিতা অনূদিত হয়েছে। পেয়েছেন ‘কৃত্তিবাস’, ‘বাংলা আকাদেমি’, ‘নবোন্মেষ’ পুরস্কার; ভারতীয় যুক্তিবাদী সমিতির ‘রাইটার অফ দি ইয়ার’ সম্মান, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ। ‘চুম্বনের ক্ষত’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন ২০১২ সালের আনন্দ পুরস্কার।