ভগিনী নিবেদিতার (১৮৬৭-১৯১১) জন্ম হয় আয়ারল্যান্ডে, মার্গারেট এলিজাবেথ নোবল নামে। তিনি একজন শিক্ষিকা ছিলেন। তাঁর সঙ্গে স্বামী বিবেকানন্দের আলাপ হয় লন্ডনে। স্বামীজির বক্তৃতার দ্বারা গভীরভাবে অনুপ্রেরিত হয়ে, স্বামীজির শিষ্যা হওয়ার জন্য তিনি ১৮৯৮ সালে ভারতে আসেন। স্বামীজিই তাঁকে নিবেদিতা নামটি দিয়েছিলেন। মানুষকে সাহায্য করার জন্য নিবেদিতা নানা মানবিক কাজকর্মে জড়িয়ে পড়েন। তিনি কলকাতার বাগবাজারে মেয়েদের একটি স্কুল স্থাপন করেছিলেন যেটি আজও সক্রিয়। স্বামীজির মৃত্যুর পর নিবেদিতা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ভারতের ঐতিহ্যশালী শিল্প-সংস্কৃতির পুনঃপ্রচলন এবং পুনর্নির্মাণের প্রতি তাঁর অবদান অসামান্য। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন এবং ভারতের নানা অঞ্চলে সফর করেছেন।