×

Kumar Rana Bio

কুমার রাণা প্রতীচী ট্রাস্ট প্রতিষ্ঠিত প্রতীচী ইনস্টিটিউটের প্রজেক্ট ডিরেক্টর। প্রধানত প্রত্যক্ষ সমীক্ষামূলক গবেষণার সঙ্গে যুক্ত। প্রবন্ধ ও ছোটগল্প ছাড়াও অনুবাদের কাজে বিশেষ টান আছে। ‘অক্ষরের ক্ষমতা ক্ষমতার অক্ষর’ ও ‘ঘরছাড়াদের গ্রামে’-সহ প্রকাশিত অন্যান্য বই-এর মধ্যে আছে যুগ্ম-সম্পাদনায় ‘পশ্চিমবঙ্গে দলিত ও আদিবাসী’ এবং ‘পশ্চিমবঙ্গে মুসলমান’। অনুবাদ সম্পাদনা করেছেন অমর্ত্য সেন-এর ‘তর্কপ্রিয় ভারতীয়’ ও ‘পরিচিতি ও হিংসা’। এশিয়ান ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট, পাটনা সম্প্রতি তাঁকে অনরারি ফেলো নিযুক্ত করেছে।

Signup for our newsletter
We will never share your email address with a third party
Subscribe
©2022 Bookecart. All Rights Reserved. Powerd By : ACS Web