নরনারায়ণ গুপ্ত-র জন্ম ১৯৩৩, কলকাতায়, ম্যালেরিয়া সারানোর ওষুধ প্রস্তুতকারক ডি. গুপ্তর পরিবারে।বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। লন্ডনের লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল। ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা। স্কলারশিপ নিয়ে পাবলিক ইন্টারন্যাশনাল ল’ পড়েন দ্য হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল’-তে। নেদারল্যান্ডস-এর ইউনিভার্সিটি অব হিস্ট্রি-তে শান্তিপূর্ণ সহাবস্থানের তত্ত্ব নিয়ে গবেষণা।স্কুলজীবন থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ। পরিচিত হন মুজফ্ফর আহমেদ, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত প্রমুখের সঙ্গে। ব্রিটেনে থাকাকালীন রজনী পাম দত্ত, হ্যারি পলিট প্রমুখের সান্নিধ্যলাভ।দেশে ফিরে আইনের পেশা শুরু। বামফ্রন্টের আমলে টানা প্রায় পনেরো বছর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিভিন্ন আন্তর্জাতিক আইন সম্মেলনে যোগদান।আইন এবং রাজনীতির বাইরে বিশেষ আগ্রহ সংগীতচর্চা, নাট্যাভিনয় এবং খেলাধুলায়।