প্রশান্ত দাস-এর জন্ম চল্লিশের দশকের প্রথমার্ধে, হুগলি জেলার ডুমুরদহে। স্কুল-কলেজ পেরিয়ে ফৌজে চাকরি। ভারতীয় সেনাবাহিনীর কোর অফ সিগনালস-এ। ১৯৬২-র ভারত-চিন যুদ্ধ, ১৯৬৫-র পাক-ভারত যুদ্ধ এবং ১৯৭১-এর পাক-ভারত-বাংলাদেশ যুদ্ধ দেখেছেন। অবসরের পর ভারত সরকারের এক বিখ্যাত তৈল সংস্থায় এক্সিকিউটিভ। ৬০ বছর বয়সে সেখান থেকে অবসর নিয়ে সাহিত্যচর্চা। প্রথম গল্প সংকলন ‘যশোময়ী’ (১৯৭০)। লিটিল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। প্রকাশিত উপন্যাস: ফৌজ-ফৌজি, যুদ্ধ তখন চলছে, ৬৫’র যুদ্ধ। দু’টি গল্প সংকলন আছে। প্রিয় বিষয়: সাম্প্রতিক অর্থনীতি-রাজনীতি, সাম্প্রদায়িকতাবাদ, কৃষক-আন্দোলন ও কৃষি-ইতিহাস।