পেশা শিক্ষকতা। প্রথম উপন্যাস ‘জগতরত্ন রক্তনীল’ ‘আনন্দমেলা’য় ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে। ‘আনন্দমেলা’য় ২০১৭ সালের নভেম্বর মাস থেকে প্রকাশিত দ্বিতীয় ধারাবাহিক উপন্যাস ‘গ্রিয়ার্সনের ঐকতান’। প্রথম শারদীয় উপন্যাস ‘কুমায়ুন রহস্য’ প্রকাশিত হয় ২০১৭ সালে। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে উপন্যাসটি ২০১৮ সালের বইমেলায় বই আকারে প্রকাশিত হয়েছিল। ২০২০ সালের বইমেলায় আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত হয় ‘অভির স্বপ্ন’। গত তিন বছরে আনন্দমেলার পাতায় কয়েকটি গল্প প্রকাশিত হয়েছে। অবসর কাটে খেলা দেখে, বই পড়ে এবং লেখালেখি করে।