ছন্দসী বন্দ্যোপাধ্যায়ের জন্ম উত্তরপ্রদেশের বারাণসী শহরে। এলাহাবাদে শৈশব এবং ছাত্রজীবন। বিবাহের পরে সংসার অস্ট্রেলিয়ায়। প্রায় চার দশক সেই দেশের বাসিন্দা। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে এম এ। অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা। দীর্ঘকাল মেলবোর্নের ভিক্টোরিয়া আর্কিয়োলজিকাল সার্ভে এবং সুইবার্ন ইউনিভার্সিটিতে প্রশাসন ও অধ্যাপনার কাজে যুক্ত থেকেছেন। দেশ, সানন্দা, শারদীয় আনন্দবাজার পত্রিকা, নবকল্লোল, বর্তমান সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা। বই পড়তে ভালবাসেন। ভালবাসেন ভ্রমণ। পরম উৎসাহে বিদেশের মাটিতে বড় হয়ে উঠতে থাকা ছেলেমেয়েদের উপযুক্ত রিডিং মেটিরিয়াল তৈরি করেন। ওয়েব-পাবলিশিং তাঁর প্রিয় বিষয়।