সৌম্যকান্তি দত্ত-র জন্ম ২২ মে ১৯৯৯, উত্তর কলকাতার টালাপার্ক অঞ্চলে। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় হয়ে সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে আশুতোষ কলেজের বাংলা বিভাগের ছাত্র। কিশোর বয়স থেকেই ‘সন্দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত।\n২০১৮-তে নির্মাণ করেন ‘সন্দেশ ১০০’ তথ্যচিত্রটি। সেবছরই মুক্তি পায় ‘মেমোয়ার অফ মেমোরিজ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র— যেটি সেবছর সাউথ আফ্রিকার ইন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়।\n২০১৯-এ মুক্তি পায় তৃতীয় তথ্যচিত্র ‘পেরিস্তান: দ্য ওয়ার্ল্ড অফ লীলা মজুমদার’। ত্রৈমাসিক ‘বিচিত্রপত্র’ পত্রিকার তিন সম্পাদকের একজন। বেশ কিছু সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ‘স্মৃতিসংগ্রহে শান্তিনিকেতন’, ‘রায় পরিবারের লেখা’, ‘রেখায় সত্যজিৎ লেখায় সুনীল’, ‘প্রচ্ছদে বাংলা সিনেমার ফিল্ম বুকলেট বাছাই ১০০’ ইত্যাদি। প্রকাশিত বই: ‘বিভূতিভূষণ’।