ড. সোমা সেনের জন্ম ১৯৫৬। স্নাতক স্তরে স্কটিশচার্চ কলেজে পড়েছেন । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অজৈব রসায়নে স্নাতকোত্তর এবং পি এইচ ডি পাঠ শেষ করে কলকাতার ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজে অধ্যাপনা। ২০১৬ সালে অবসর নিয়েছেন। অধ্যাপনার সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিষয়ক লেখা সহ তাঁর রচনার বিষয় হল— মানুষ। প্রচার-বিমুখ কর্মময় মানুষদের কথা লিখতে লিখতে তাঁর প্রথম বই ‘অবন ঠাকুরের কথা’ প্রকাশিত হয় ২০১১ সালে। লেখিকার বিশেষ আগ্রহ নব্য বঙ্গীয় চিত্রকলার প্রথম পর্যায়ের সাধক শিল্পীদের জীবন বিষয়ে। যাঁদের কথা এখনও কালের গর্ভে হারিয়ে যায়নি, সেদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। লেখার মধ্যে ফুটে উঠেছে নব্য বঙ্গীয় শিল্প ইতিহাস।