সুমন মহান্তির জন্ম ২৩ জুলাই ১৯৭০ মেদিনীপুরে। শিক্ষাগ্রহণ করেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ (ইংরেজি)। জীবিকা শিক্ষকতা। নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে লেখালেখি শুরু। বিভিন্ন লিটল ম্যাগাজিনে গল্প প্রকাশ। ২০০৭ সালে সানন্দায় 'নাগরদোলা' গল্প প্রকাশিত। গল্প প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, আনন্দবাজার পত্রিকা, এবেলা ছাড়াও অনেক উল্লেখযোগ্য পত্র-পত্রিকায়। চারটি গল্প-সংকলন 'লক্ষ্মণরেখা' (২০০২), 'অপরিচিত ও অন্যান্য গল্প' (২০০৬), 'দশটি গল্প' (২০০৮), 'শূন্য সমুদ্র পেরিয়ে' (২০১৪)।
প্রথম উপন্যাস 'প্রস্তুতিপর্ব' শারদীয় উনিশকুড়ি পত্রিকায় প্রকাশিত (১৪২১)। কবিতা লিখেছেন দেশ, শারদীয়া আনন্দবাজার পত্রিকা, কৃত্তিবাস, সানন্দা ইত্যাদি পত্রিকায়। প্রকাশিত কাব্যগ্রন্থ 'সূর্যাস্ত অপেরা' (২০১০)।
গান এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ভালবাসেন।