মৌসু্মি দাস বৈদ্যের জন্ম হুগলী জেলার শ্রীরামপুরে (২২ শে মার্চ ১৯৯০)। ছোট থেকেই সাহিত্য অনুরাগী। মায়ের মুখে গল্প আবৃত্তি শোনা, গল্পের বই পড়া এইভাবেই কেটেছে ছেলেবেলা। টুকরো কিছু কথা ডায়রির পাতায় লিখে রাখার একটা অভ্যাস ছিল।বাবা দিলীপ বৈদ্য সরকারী কর্মচারী। বর্তমানে অবসর প্রাপ্ত। মা দিপালী বৈদ্য আদ্যপ্রান্ত গৃহবধূ। উচ্চমাধ্যমিকের পর পলিটেকনিক পরীক্ষা দিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা। তারপরেই বিয়ে। বিয়ের পরে পরিবারের উৎসাহে সোশ্যাল মিডিয়ায় লেখালিখি। নিজেকে চেনার জায়গা। তারপর যুগ্ম ভাবে স্বামী সুশান্ত দাসের সাথে প্রথম গল্পের বই "পাঁচফোড়ন" প্রকাশিত হয় 2020 এর বইমেলায়। আর প্রথম একক কাব্যগ্রন্থ "কুমুদিনী তুই রোদ্দুর হতে পারতিস" প্রকাশিত হয়েছে সম্প্রতি ডিসেম্বর, 2021। কলকাতা বইমেলা 2022 এ বর্ণলহরী প্রকাশনীর একান্ত উদ্যোগে ও আগ্রহে দ্বিতীয় কাব্যগ্রন্থ "ভালো থেকো মনখারাপ"।